২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্যাংশ : আম আঁটির ভেঁপু- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা।, মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : আম আঁটির ভেঁপু’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২২। বন-বিছুটি ও কালমেঘ গাছের বন গজিয়েছে কোথায়?
ক) রোয়াকের ফাটলে
খ) আমগাছের গুঁড়িতে
গ) দরজা-জানালার কপাটে
ঘ) বাড়ির মেঝেতে
২৩। ‘আম আঁটির ভেঁপু’ গল্পের সর্বজয়ার মাতৃমূর্তি উদ্ভাসিত হয় যে ঘটনায়-
i) সন্তানদের সম্পর্কে উদ্বিগ্নতা
ii) দুর্গার দুরন্তপনা
iii) সন্তানদের খোঁজখবর রাখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘পরিশ্রমের কারণে রঘুনাথপুরের কৃষকদের অবস্থার পরিবর্তন হয়েছে। তাদের প্রত্যেকের এখন নিজস্ব জমিজমা আছে। এ ছাড়া গোলাভর্তি ধান ও গোয়ালে গরুও আছে। তারা পরিশ্রম দিয়েই আজ তাদের অবস্থার উন্নতি সাধন করেছে।’
২৪। উদ্দীপকে ‘আম আঁটির ভেঁপু’ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক) দশঘরার মানুষের সচ্ছলতা
খ) হরিহরের উন্নতির ইঙ্গিত
গ) চাষাদের আর্থিক উন্নতি
ঘ) মাতবর লোকটির অবস্থান
২৫। উক্ত দিকটি সমাজকে পরিবর্তন করতে পারে-
ক) শ্রেণিবৈষম্য দূর করে
খ) দৃষ্টিভঙ্গি প্রসার করে
গ) বাস্তবকে তুলে ধরে
ঘ) ভদ্রলোককে পথে নামিয়ে দেয়
২৬। ‘মা ঘাট থেকে আসেনি তো’- এ উক্তিতে দুর্গার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়?
ক) মাকে সে খুব ভয় পায়
খ) মায়ের বিষয়ে সতর্ক থাকে
গ) মাকে কিছু জানাতে চায় না
ঘ) মা তাকে দেখে ফেলতে পারে
২৭. পূজার সঙ্গে সম্পৃক্ত-
i) বামুন
ii) ফুল iii) মনিব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i,ii ও iii
উত্তর : ২২.ক, ২৩. গ, ২৪.গ, ২৫. ক, ২৬.খ, ২৭.ক।